স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে বার্সেলোনার দাপট

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর স্পেন জাতীয় দলে ফিরেছেন সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী তারকা রদ্রিগো হার্নান্দেজ ও দানি কারভাহাল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্পেন। যার জন্য গতকাল (শুক্রবার) কোচ দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে সর্বোচ্চ সাতজন ফুটবলার ডাক পেয়েছেন বার্সেলোনা থেকে।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ইউরোপীয় দেশগুলো ফের ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নামবে। যেখানে ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্প্যানিশদের মিশন শুরু হবে পরদিন (৫ সেপ্টেম্বর)। স্পেন নিজেদের প্রথম ম্যাচ বুলগেরিয়ার মাঠে খেলবে। ৮ সেপ্টেম্বর লামিনে ইয়ামালরা খেলতে যাবে তুরস্কের মাঠে। স্প্যানিশদের আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে রিয়াল মাদ্রিদ থেকে আছেন দুজন– কারভাহাল ও নতুন সাইনিং ডিন হুইজসেন।

বার্সেলোনা থেকে সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন– ডিফেন্ডার পাউ কুবারসি, তিন মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফার্মিন লোপেজ এবং তিন ফরোয়ার্ড ফেররান তোরেস, দানি ওলমো ও লামিনে ইয়ামাল। এবার প্রথমবার স্পেনের জাতীয় দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড জেসুস রদ্রিগেজ। যিনি সম্প্রতি রিয়াল বেটিস ছেড়ে সেস ফ্যাব্রেগাসের অধীন ইতালিয়ান দল কোমোতে যোগ দিয়েছেন। 

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের স্পেনের অপর প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে তুরস্ক, বুলগেরিয়া ও জর্জিয়া। গত জুন পর্যন্ত নেশন্স লিগের খেলায় ব্যস্ত ছিল লা ফুয়েন্তের দল। উয়েফার ওই প্রতিযোগিতার ফাইনালে স্পেন পর্তুগালের কাছে হেরেছে। সেই হতাশা ঝেড়ে এবার তারা মাঠে নামবে বিশ্বকাপ বাছাইয়ের মিশনে। আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে স্প্যানিশদের স্বস্তির জায়গা দুই তারকা রদ্রি-কারভাহালের চোট কাটিয়ে ফেরা।

এসিএল ইনজুরিতে পড়ে গত মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি। এরপর আবার কুঁচকির চোটে পড়েন সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপে। গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে সিটির হারের ম্যাচে রদ্রি বদলি হিসেবে নেমেছিলেন। এবার ডাক পেলেন জাতীয় দলেও। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার কারভাহাল হাঁটুর ইনজুরিতে পড়ে গত বছরের অক্টোবর থেকে মৌসুমের বাকি অংশে ছিলেন খেলার বাইরে। গত সপ্তাহে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম একাদশে নেমেছিলেন তিনি।

 বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের স্কোয়াড : 

গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও) ও অ্যালেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), মার্ক কুকুরেয়া (চেলসি), পেদ্রো পোরো (টটেনহ্যাম), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), রবিন লি নরম্যান্ড (অ্যাতলেটিকো মাদ্রিদ), পাউ কুবারসি (বার্সেলোনা), দানি ভিভিয়ান (অ্যাথলেটিক বিলবাও), ডিন হুইজসেন (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার : পেদ্রি গঞ্জালেস (বার্সেলোনা), মার্টিন জুবিমেন্দি (আর্সেনাল), মিকেল মেরিনো (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), গাভি পায়েজ (বার্সেলোনা), ফারমিন লোপেজ (বার্সেলোনা)

ফরোয়ার্ড: আলভারো মোরাতা (কোমো), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), হেসুস রদ্রিগেজ (কোমো), দানি ওলমো (বার্সেলোনা), ফেররান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ)


আমার বার্তা/জেএইচ