জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে হাসিনা ও তার সহযোগীদের নিয়ে লাইভ গেম শো

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ধাওয়া করার লাইভ গেম শোর আয়োজন করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের মূল ফটকের পাশে একটি বুথে এ গেম শোর আয়োজন দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, একটি বড় এলইডি স্কিনে দেখা যাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছেন আর স্ক্রিনের সামনে ট্রেডমিল মেশিনের মাধ্যমে পেছন থেকে ধাওয়া করছেন গেমে অংশগ্রহণকারীরা। এদিকে বাইরে ফেস্টুন লাগানো হয়েছে ‘স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের শায়েস্তা করুন’ লাইভ গেম শো।

গেমে অংশ নেওয়া ইদ্রিস মিয়া বলেন, গেমে অংশ নিলাম। দৌড়ানোর মেশিনে দৌড়ালাম। মনে হচ্ছে হাসিনাকে দৌড়ানি দিচ্ছি। একদম বাস্তবের মতো অনুভব হচ্ছে।

আহমেদ রিপন নামের আরেক অংশগ্রহণকারী বলেন, আয়োজনটি দারুণ। এ গেমের মাধ্যমে আমরা গত বছরের এই দিনে হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্তকে স্মরণ করছি।

এদিকে দুপুর ১২টায় মূল মঞ্চে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়।

শুরুর পরিবেশনায় সাইমুমের শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান– ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

অবশ্য সকাল থেকেই লাল রঙে সজ্জিত বিশাল মঞ্চে জমে উঠেছে সংগীত ও সংস্কৃতির উৎসব। মঞ্চের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলেছে ব্যাপক নিরাপত্তার বলয়।

আমার বার্তা/এল/এমই