সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো খেলা মানেই যেন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গতকাল হোসে আলভালাদ স্টেডিয়ামে গড়লেন। রেকর্ডের ম্যাচ রোনালদো রাঙিয়েছেন নিজের মতো করে। রেকর্ড গড়তে পেরে গর্বিত পর্তুগিজ এই তারকা ফুটবলার।

গত রাতে লিখটেনস্টাইনের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯৭তম ম্যাচ খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার এখন পর্তুগিজ এই ফরোয়ার্ড। রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোলও করেছেন তিনি। ম্যাচ শেষে রোনালদো টুইট করেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলা ও গোল করে বেশ ভালো লাগছে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে গর্বিত।’

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে দ্বিতীয় স্থানে কুয়েতের বাদের আল-মুতাওয়া। কুয়েতের এই সেন্টার ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ১৯৬ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রোনালদো অবশ্য গড়েছেন অনেক আগেই। পর্তুগালের জার্সিতে ১৯৭ ম্যাচে করেছেন ১২০ গোল।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা শীর্ষ পাঁচ ফুটবলার: 
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল): ১৯৭ ম্যাচ 
বাদের আল-মুতাওয়া (কুয়েত): ১৯৬ ম্যাচ
সো চিন আন (মালয়েশিয়া): ১৯৫ ম্যাচ
আহমেদ হাসান (মিশর): ১৮৪ ম্যাচ
আহমেদ মুবারক (ওমান): ১৮৩ ম্যাচ

এবি/ জিয়া