এবার টি-টোয়েন্টি দল থেকে বাদ আফিফ, নেই সোহানও

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সংগৃহীত

ওয়ানডেতে শেষ ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। আফিফ হোসেনের না থাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলার সুযোগ করে দিতে’।

এবার এই বাঁহাতি ব্যাটার বাদ পড়েছেন টি-টোয়েন্টি স্কোয়াড থেকে। এমনকি নেই সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানও।  
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের পুরো সিরিজের জন্যই ১৪ সদস্যের এই স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকা পেসার রেজাউর রহমান রাজাও বাদ পড়েছেন। তিন ম্যাচের কোনোটির একাদশেই ছিলেন না।  

গত সিরিজে অভিষেক হওয়া স্পিনার তানভীর ইসলামকেও রাখা হয়নি। তাদের বাদ পড়ার সিরিজে নতুন করে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। তার সঙ্গে সুযোগ মিলেছে লেগ স্পিনার রিশাদ হাসানের।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।