আইরিশ  শিবিরে প্রথম আঘাত সাকিবের

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৯:২৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সংগৃহীত

বাংলাদেশের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ধীরগতির ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। দুই আইরিশ ওপেনার স্টিফেন ধোয়েনি ও পল স্টার্লিংকে দুই প্রান্ত থেকেই চেপে ধরেন তাসকিন-মুস্তাফিজরা।

প্রথম ছয় ওভারে সফরকারীরা কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে তুলতে পেরেছে কেবল ২৩ রান। আর তাতে আইরিশদের প্রয়োজনীয় রান রেইট বেড়ে দাঁড়ায় ৭ এর ওপরে।

শুরুর সেই চাপ কমাতে এরপর আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন দুই আরিশ ওপেনার। কাউন্টার অ্যাটাকে কিছুটা হলেও সাফল্য পেয়েছেন তারা। পাওয়ার প্লের শেষের ৪ ওভারে ২৮ রান তোলে আইরিশরা। তাতে শুরুর পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেছে আয়ারল্যান্ড।

এরপর আর বেশি দূর এগোতে পারেনি আইরিশদের উদ্বোধনী জুটি। বিপজ্জনক হয়ে উঠার আগেই ধোয়েনিকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এই স্পিনারের করা ১২তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ৩৮ বলে ৩৪ রান করেছেন ধোয়েনি।

১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬১ রান। ১ রান নিয়ে উইকেটে আছেন বার্লবির্নি। অপর অপরাজিত ব্যাটার পল স্টার্লিংয়ের সংগ্রহ ২১ রান। 

এর আগে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে বড় অবদান রেখেছেন দুই মিডল অর্ডার ব্যাটার সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়।

প্রায় ৪ বছর পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও স্রেফ ৭ রানের জন্য তিন অঙের ম্যাজিক ফিগার ছুঁতে পারলেন না সাকিব। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ চারে ৮৯ বলে ৯৩ রান করেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বার নব্বই পেরিয়ে সেঞ্চুরির আগে আউট হলেন সাকিব। এছাড়া দুইবার নব্বইয়ের ঘরে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এদিন অভিষক্ত হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৯২ রান। যা বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল নাসির হোসেনের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার তাকে সরিয়ে শীর্ষে উঠে গেলেন হৃদয়।

এবি/ওজি