ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও এক ফিলিস্তিনি ফুটবলারের

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ৪৮ ঘণ্টায় চালানো হামলায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের এক ফুটবলারও, নাম মুহান্নাদ আল-লেলে। সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাসায় আহত হয়ে পরে মৃত্যুকোলে ঢলে পড়েন তিনি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হানে। আঘাতে তার মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান।’

ফিলিস্তিন ফুটবলের তথ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এপর্যন্ত ৫৮৫ ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই ২৬৫ জন।

ফিলিস্তিনের পরিচিত ফুটবলার ছিলেন মুহান্নাদ আল-লেলে। তার ক্যারিয়ার শুরু হয় ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল-মাঘাজির হয়ে। পরে দেশটির নানা ক্লাবে খেলে আবারও খাদামাত আল-মাঘাজিতে ফিরেছিলেন।


আমার বার্তা/এল/এমই