২০২৬ বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ইতিহাসে দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। আগামী বিশ্বকাপে তেমনি এক ফাইনাল হয়তো দেখা যাবে ১৯ জুলাই। গতকাল রুয়ান্ডার কিগালিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল তারিখ নির্ধারণ করেছে ফিফা।

আগামী বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিশ্বকাপে ফিফা দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে। দলের সংখ্যা বাড়ায় ধারণা করা হয়েছিল ১৬ গ্রুপে খেলা হবে। তবে গতকাল ফিফা জানিয়েছে, তিনটি করে দলে গ্রুপ নয়, চারটি করে দল নিয়ে এক গ্রুপ করা হবে। অর্থাৎ পূর্বের গ্রুপের নিয়ম অনুযায়ী আগামী বিশ্বকাপ হবে।

এতে করে ৪৮ দল ১২ গ্রুপে বিভক্ত হবে। গ্রুপের নিয়ম ঠিক থাকলেও দল বাড়ায় ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। ৬৪ ম্যাচ করে হয়ে আসা বিশ্বকাপ আগামীতে ১০৪ ম্যাচে হবে। ২০২৬ বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে তাকে মোট ৮ ম্যাচ খেলতে হবে।

পূর্বের বিশ্বকাপ ৩২ দলে হওয়ায় গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে জায়গা পেত। আগামী বিশ্বকাপে গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করা সেরা আট দল পরের রাউন্ডে সুযোগ পাবে। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হলেও আগামী বিশ্বকাপ জুন-জুলাইয়ে ফিরে আসছে। সেই হিসাবে বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই ঠিক করেছে ফিফা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

এবি/ জিয়া