এক ম্যাচে ৩ অধিনায়ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ১৭:১০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান করাচি টেস্টে ঘটে গেল বিস্ময়কর একটি কাণ্ড। ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করলেন তিনজন খেলোয়াড়।

আজ বুধবার জিও নিউজ জানায়, ম্যাচের তৃতীয় দিনের শুরুতে ভাইরাল ফ্লুতে আক্রান্ত হওয়ায় মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক বাবর আজম। ফলে তার জায়গায় অধিনায়কত্ব শুরু করেন তার সহকারী মোহাম্মদ রিজওয়ান।

তবে রিজওয়ান করাচি টেস্টের প্লেয়িং একাদশে ছিলেন না। আর নাটকের শুরু এখানেই। আম্পায়াররা জানান, মূল একাদশে না থেকে বদলি হিসেবে নামা কোনো খেলোয়াড় অধিনায়ক হতে পারেন না। অবশ্য পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আইসিসির এই আইনের ব্যাপারে অবগত ছিলেন না। তাই আম্পায়াররা আপত্তি জানানোর পর তারা রিজওয়ান থেকে অধিনায়কত্বের দায়িত্ব প্রত্যাহার করে নেন।

এরপর দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার হিসেবে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় দীর্ঘ দিন পর দলে ফেরা সাবেক ক্যাপ্টেন সরফরাজ আহমেদের ওপর। তিনি বেশ লম্বা সময় দল পরিচালনা করেন।

এরই মধ্যে দিনের ৮১তম ওভার শেষে সুস্থতা অনুভব করার পর মাঠে আসেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। তিনি আসলে দল পরিচালনার দায়িত্ব ফের চলে যায় তার কাঁধে। আর এভাবেই এক ম্যাচে তিন খেলোয়াড়ের অধিনায়কত্বে খেলল পাকিস্তান ক্রিকেট দল।

এবি/ জিয়া