আবারও টেস্ট র্যাংকিংয়ে সেরা লিটন দাস
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:১৮ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

ক্যারিয়ারে বসন্তের সুবাতাস বইছে লিটন দাসের। নিয়মিতই রানের বন্যা বইছে তার ব্যাট থেকে। যার পুরস্কার পেলেন আইসিসির ব্যাটিং র্যাংকিংয়ে।
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে ২৫ এবং ৭৩ করা লিটন এখন টেস্ট ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে ১২তম অবস্থানে। এটিই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সেরা অবস্থান।
এর আগেও একবার ১২তম অবস্থানে এসেছিলেন লিটন। চলতি বছরের জুনে তার সেই অবস্থানে আসার সময় রেটিং ছিল ৭২৪। এবার রেটিং ৭০২।
লিটনের আগে দেশের ব্যাটারদের মধ্যে সেরা র্যাংকিংয়ের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৭ সালে তামিম ৭০৯ রেটিং নিয়ে ১৪তম অবস্থানে উঠে এসেছিলেন।
মিরপুর টেস্টে ৮৪ রানের একটি ইনিংস খেলা মুমিনুল হকও পাঁচ ধাপ এগিয়েছেন। এখন তিনি আছেন ৬৮তম অবস্থানে। সাত ধাপ এগিয়ে ৭০ নম্বরে জাকির হাসান। নুরুল হাসান সোহান ৫ ধাপ এগিয়ে এসেছেন ৯৩ নম্বরে।
বোলারদের মধ্যে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ। তাইজুল ২৮ আর মিরাজ এখন ২৯তম স্থানে।
অধিনায়ক সাকিব আল হাসানও বোলিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। তিনি এখন ৩২তম অবস্থানে।
এবি/ জিয়া