তুষারের সেঞ্চুরিতে দশ উইকেটের জয় রুপগঞ্জের

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১৬:২১ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ঈদের ছুটি শেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মাঠে ফিরেই গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচে জয়ের নায়ক রুপগঞ্জের ওপেনার তাওফিক খান তুষার।

সোমবার (১৫ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে গাজী টায়ার্সকে ব্যাটিংয়ে পাঠায় রুপগঞ্জ। ইফতিখার হোসাইন ইফতি এবং মোহাব্বত হোসেন রোমানের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪১। ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন রোমান।

ওপেনিং জুটি ভাঙার উইকেট মিছিল শুরু করে বাকিরা। দুর্দান্ত বোলিংয়ে গাজী টায়ার্সের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে থাকেন রুপগঞ্জের বোলাররা।

শেষ পর্যন্ত ৪৪.২ ওভারের মাথায় ১৫০ রানে অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার। দুই ওপেনার বাদে আর মাত্র একজনই ছুঁতে পেরেছেন ২০ রানের কোটা, ৫৩ বলে ২০ রান করেন ইফতেখার সাজ্জাদ। ১০৯ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় গাজী টায়ার্স।

রুপগঞ্জের হয়ে ৪ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী। মাশরাফী বিন মোর্ত্তজা এবং আবদুল হালিম নেন ২টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেধড়ক পিটুনি শুরু করেন রুপগঞ্জের ওপেনার তাওফিক খান তুষার। আরেক ওপেনার সাদমান ইসলাম কিছুটা রয়েসয়ে খেললেও তুষার ছিলেন আগুনে রূপে। মারমুখি ব্যাটিংয়ে দ্রুতই ফিফটি তুলে নেন তিনি।

ফিফটির পরেও চলেছে তাণ্ডব। বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তুষার। ৬৬ বলে ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে ৫১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন সাদমান। ১০ উইকেট এবং ১৮৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রুপগঞ্জ।


আমার বার্তা/এমই