ছয় গোলের থ্রীলারে রিয়ালের পাঁচে পাঁচ

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

আগের চার ম্যাচের সবকটিতেই জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। কাল মাঠে নেমেছিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে। নাপোলির বিপক্ষে এই ম্যাচটি জন্ম দিয়েছে রোমাঞ্চের, শুরুতে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে রিয়াল, পরে শেষ মুহূর্তের ঝড়ে কার্লো আনচেলত্তির জিতে নিয়েছে ম্যাচটি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নিশ্চিত করেছে শেষ ষোলো।

রিয়ালের ঘরের মাঠ সানিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে কাল শুরুটা ভালোই করেছিল নাপোলি। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। নয় মিনিটের মাথায় ইতালির ক্লাবটিকে লিড এনে দেন জিওভানি সিমিওনে। সতীর্থ জিওভান্নি দি লরেন্সোর বাড়িয়ে দেয়া বল আলতো টোকায় রিয়ালের জালে পাঠিয়ে দেন আর্জেন্টাইন এই তরুণ।

এদিকে এক গোলের এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি নাপোলি। পরের মিনিটেই রিয়ালকে সমতায় ফেরান রদ্রিগো। ব্রাহিম দিয়াসের বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।

সমতায় ফেরার মিনিট দশেক পরেই লিডের দেখা পায় রিয়াল। দূর থেকে ডেভিড আলাবার উড়িয়ে দেয়া বলে সরাসরি দুর্দান্ত এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন জুড বেলিংহাম। এরপর আর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় এক গলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সমতায় ফেরে নাপোলি। এরপর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি। এদিকে ম্যাচের একেবারে শেষ দিকে ৮৪ মিনিটের মাথায় তৃতীয় গোলের দেখা পায় রিয়াল। দূর থেকে নেয়া তরুণ ফুটবলার নিকো পাজের নেয়া শট ঢুকে যায় নাপোলির জালে।

এরপর ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের হয়ে আরও একটি গোল করেন জোসেলু। ফলে শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচটি জিতে নেয় রিয়াল। এই জয়ে ৫ ম্যাচের সবকটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল।  


আমার বার্তা/জেএইচ