বড় পরাজয়ে মায়ামির প্লে-অফ নিয়ে শঙ্কা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহিত

লিওনেল মেসিকে ছাড়াই আগের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার মায়ামি। তবে এবার জিততে পারল না তারা। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এতে মেজর সকার লিগের (এমএলএস) প্লে-অফে খেলা নিয়ে বড় ধাক্কা খেলো তারা।

শনিবার রাতে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টার মুখোমুখি হয় মায়ামি। পুরো ফিট না থাকায় এই ম্যাচে ছিলেন না মেসি। তাকে ছাড়া প্রতিপক্ষের কাছে উড়ে গেছে দলটি। 

এর আগে স্পোর্টিং কেসির বিপক্ষেও খেলেননি মেসি। সেসময় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিয়েছিলেন তিনি। অবশ্য ওই খেলায় জিতেছিল মায়ামি। এবার আটলান্টার কাছে লজ্জা পেলো তারা। 

এই হারে এমএলএস ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে ১৪তম স্থানে রইলো মায়ামি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ৮ জয় ও ৪ ড্র’র বিপরীতে ১৫ ম্যাচে হেরেছে তারা। 

এমএলএসের প্লে-অফে খেলতে হলে পয়েন্ট তালিকার সেরা নয়ে থাকতে হবে মায়ামিকে। তবে এর মধ্যে থাকা তাদের জন্য কঠিন। কারণ, মেসিদের হাতে আর মাত্র ৭ ম্যাচ বাকি আছে। 

নবম স্থানে থাকা ডি সি ইউনাইটেডের চেয়ে এখনও ৭ পয়েন্ট পিছিয়ে মায়ামি। অবশ্য তাদের চেয়ে ২ ম্যাচ বেশি খেলেছে ডি সি।

প্রায় ২ মাস আগে পিএসজি ছেড়ে মায়ামিতে নাম লেখান মেসি। সেই থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেললো দলটি। এই প্রথম হারলো তারা। আগের ১২ ম্যাচের ১১টিতেই জিতেছিল মার্কিন ক্লাবটি। 

মেসি অবশ্য চোটে নেই। কিন্তু অসুস্থ বোধ করায় মায়ামি দলের সঙ্গে আটলান্টা যাননি মেসি। ফলে তাকে ছাড়াই পরিকল্পনা সাজান কোচ জেরার্ডো টাটা মার্টিনো। তবে সেই ছক কাজে লাগেনি। 

বড় হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। কিন্তু ম্যাচের শুরুটা তাদের ছিল উজ্জ্বল। ২৫ মিনিটে দলকে লিড এনে দেন ছন্দে থাকা লিওনার্দো কাম্পানা। তবে এরপরই খেই হারায় অতিথিরা। বিরতির আগেই ৩ গোল হজম করে বসে তারা। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী।

দ্বিতীয়ার্ধের সূচনাতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান কাম্পানা। এতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। কিন্তু তা নস্যাৎ করে দেয় আটলান্টা। প্রতিপক্ষের আশায় পুরোপুরি জল ঢেলে দেয় তারা। শেষ ১৫ মিনিটে আরও দুইবার গোলের উল্লাস করে স্বাগতিকরা।

এবি/আরআই