রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

  মমিনুর রহমান:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭ এ গড়ে উঠেছে দুর্নীতির জটিল গোলকধাঁধা। এখানে ‘ইমারত পরিদর্শন’ নামক প্রক্রিয়াটি এখন যেন নৈতিকতা নয়, বরং লোভের স্থাপত্যে রূপ নিয়েছে। এই অবক্ষয়ের মূলে যার নাম সবচেয়ে জোরে উচ্চারিত হচ্ছে, তিনি হলেন ইমারত পরিদর্শক বিটু কুমার মন্ডল। সাবেক আওয়ামী লীগ নেতার হাত ধরে  ১০ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে এই পদে যোগদান করে আজ রাজউকের প্রশাসনিক অন্ধকারের সবচেয়ে আলোচিত চরিত্রে পরিণত হয়েছে তিনি।

ঢাকা মহানগরের অদূরে​কেরানীগঞ্জ থানাধীন সাতটি ইউনিয়নের অন্তর্গত ‘উত্তর ভালো বালুচর’ এলাকায় রাজউকের কোনো অনুমোদন ছাড়াই একের পর এক বহুতলা ভবন নির্মাণের কাজ চলছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমারত পরিদর্শক বিটু কুমার মন্ডল।

স্থানীয় সূত্রের দাবি, নিয়মবহির্ভূত এই নির্মাণ কার্যক্রম চললেও বিটু মন্ডল কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করছেন না। তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো:

​অবৈধ নির্মাণে মৌন সম্মতি: বিটু কুমার মন্ডল তার দায়িত্বাধীন এলাকায় অনুমোদনহীন স্থাপনাগুলো দেখেও না দেখার ভান করছেন, যা স্থানীয় পর্যায়ে বড় ধরনের দুর্নীতির শামিল হিসেবে চিহ্নিত হয়েছে।

​আইন লঙ্ঘনকারীদের সহায়তা: নিয়ম ভেঙে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বা জরিমানা না করে তিনি পরোক্ষভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক: তার বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অনৈতিক সুবিধার বিনিময়ে অবৈধ ভবন মালিকদের প্রশ্রয় দেওয়ার বিষয়টি বর্তমানে স্থানীয় সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্রভাবে আলোচিত হচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে মন্তব্য জানতে বিটু কুমার মন্ডলকে ফোন করলেও তিনি রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।


আমার বার্তা অনলাইন:
আমার বার্তা/এমই