সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণে প্রতিমন্ত্রীর পথচলা

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী:

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান : ফাইল ছবি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই তার নেতৃত্বে জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপন, একুশে পদক নীতিমালা-২০১৯ (সংশোধিত), জাতীয় সংস্কৃতি নীতি-২০০৬,সাংস্কৃতিক ব্যক্তি/প্রতিষ্ঠানের অনুদান মঞ্জুরি নীতিমালা, যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২, বেসরকারি গ্রন্থাগারসমূহের অনুকূলে অনুদান বরাদ্দের নিমিত্তে কমিটি অবিরাম কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, নাহিদ ইজাহার খান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ- যিনি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৪ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।  নাহিদ ইজাহার খান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম। মাতা নিলুফার দিল আফরোজ বানু। তার পৈতৃক আদি নিবাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে।

তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ^স্ত ও শহীদ পিতার কন্যা  নাহিদ ইজাহার খানকে গত ১ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।