দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
রাজস্ব বোর্ড কর্মকর্তাদেরও দায়িত্ব পালনে তালিকা চেয়ে আদেশ জারি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৪:০৬ | অনলাইন সংস্করণ
মো. রাজিব উদ্ দৌলা চৌধুরী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের প্যানেল প্রস্তুতের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ের অফিস সমূহে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণের নামের তালিকা চেয়ে বিভাগীয় কমিশনার ঢাকা দপ্তর হতে একটি আদেশ জারি করা হয়।
যার স্মারক নং ০৫.৪১.৩০০০. ০১২. ১৮.০০৩. ২৩.৫৯ তারিখ ১৬-১১-২০২৩ ইং।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৬ অনুচ্ছেদের বিধান অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের অবশ্যই কর্তব্য।
তারই আলোকে, জাতীয় রাজস্ব বোর্ড দ্বিতীয় সচিব (শু : ভ: ক: ০১),প্রশাসন কর্তৃক স্বাক্ষরিত এক দিনের সময় বেঁধে দিয়ে মাঠ পর্যায়ের সকল দপ্তরসমূহ হতে নামের তালিকার বাংলা ০২ সেট হার্ডকপি এবং সিডি বা পেনড্রাইভে ওয়ার্ড ফাইল প্রেরণের একটি আদেশ জারি করা হয়।
তাতে, যুগ্ম সচিব ও সমমর্যাদার নিচের কর্মকর্তা ও কর্মচারীদের নামেরও তালিকা চাওয়া হয়। তবে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের ঢাকার কার্যালয় হতে আগামী ২৬-১১-২০২৩ ইং তারিখ সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে আদেশ জারি করা হয়।
তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন তালিকাভুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রশিক্ষণের পর তাদেরকে মাঠ পর্যায়ের দায়িত্ব অর্পণ করবেন। এক্ষেত্রে, মাতৃত্বকালীন ছুটিতে থাকা এবং গুরুতর অসুস্থদের এ ধরনের দায়িত্ব হতে বিরত রাখার বিষয়টিও বিশেষ বিবেচনায় রাখা হয়েছে।
এবি/ওজি