ইফতার ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রমজানে রোজাদারদের জন্য মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে ইফতার বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন, অর্থ পরিশোধ ও অনুমতিপত্র ইস্যুর পুরো প্রক্রিয়া এক জায়গা থেকেই সম্পন্ন করা যাবে।
মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এ ডিজিটাল প্রক্রিয়াটি চালু করেছে।
সংস্থাটি জানিয়েছে, ‘এহসান ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক’ এবং ‘নুসুক ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো ইফতার কর্মসূচির পরিচালনায় জবাবদিহি, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানো।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তি বা অলাভজনক সংস্থাগুলোকে প্রথমে কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর এহসান প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদভাবে অর্থ পরিশোধ করা যাবে।
লেনদেন নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট দাতার নামে ইফতার খাবারের আয়োজন চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিক অনুমতিপত্র ইস্যু করা হবে। এতে পুরো প্রক্রিয়াটি নথিভুক্ত থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
কর্তৃপক্ষের আশা, এই ডিজিটাল ব্যবস্থার ফলে রমজানে বিপুলসংখ্যক রোজাদারের ইফতার আয়োজন আরও সুশৃঙ্খল হবে এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা কমবে।
সূত্র : আরব নিউজ
আমার বার্তা/এল/এমই
