রোগ প্রতিরোধে নববী দোয়ার ভূমিকা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মানবজীবনে রোগ-ব্যাধি এক অবিচ্ছেদ্য বাস্তবতা। মানুষ যত উন্নত প্রযুক্তি আর চিকিৎসা আবিষ্কার করুক না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ সুস্থতা লাভ করতে পারে না। কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে, রোগ ও আরোগ্য উভয়ই আল্লাহর হাতে। তাই চিকিৎসার পাশাপাশি মুমিনের অন্যতম হাতিয়ার হলো দোয়া। দোয়া শুধু আরোগ্যের জন্য নয়, বরং রোগ প্রতিরোধেও কার্যকর প্রতিষেধক।

নববী দোয়া
 
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন এমন এক দোয়া, যা রোগ থেকে নিরাপদ রাখে। তিনি বলেছেন,
 
    الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثيرٍ ممن خلق تفضيلا উচ্চারণ: আলহামদু লিল্লা-হিল্লাজি আ-ফা-নি মিম্মাব-তালা-কা বিহি, ওয়া ফাদ্দ্বালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদ্বিলা।

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে তোমার এ বিপদ-রোগ থেকে নিরাপদ রেখেছেন এবং তার বহু সৃষ্টির ওপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত (অসুস্থ) ব্যক্তিকে দেখে এই দোয়া পড়বে, তবে আল্লাহ তাকে সেই রোগে আক্রান্ত করবেন না, যতদিন সে বেঁচে থাকবে। (সুনানুত তিরমিজি:৩৪৩২, সুনানু আবি দাউদ:৫০১৯, সুনানু ইবনি মাজাহ৩৮৯২)

দোয়ার গুরুত্ব
 
দোয়া হলো মুমিনের শক্তিশালী অস্ত্র। যেমন ওষুধ শরীরকে রোগ থেকে বাঁচাতে সহায়তা করে, তেমনি দোয়া অন্তরকে প্রশান্তি দেয়, রোগ থেকে নিরাপদ রাখে এবং আল্লাহর নিকট আরোগ্যের দরজা খুলে দেয়। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দীনের স্তম্ভ এবং আসমান-যমীনের আলো। (হাকিম, মুস্তাদরাক ১/৪৯১)
 
রোগ প্রতিরোধে দোয়ার ভূমিকা
 
আমরা প্রায়ই দেখি, কোনো মানুষ ভয়ঙ্কর অসুখে ভুগছে, আর তার পাশে সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকে। সুস্থ ব্যক্তি চাইলে সেই মুহূর্তে দোয়া পড়ে নিজেকে আল্লাহর কাছে নিরাপত্তার অধীনে রাখতে পারে। এটি শুধু মুখের কথা নয়, বরং এক ধরনের ঈমানি অবস্থান,আল্লাহই একমাত্র রক্ষাকারী, আর আমরা তার দয়ার ওপর নির্ভরশীল।
 
দোয়া পাঠে সুরক্ষা ও ফজিলত
 
কল্পনা করুন,আপনি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছেন। সামনে শুয়ে আছে এক ক্যান্সার রোগী কিংবা দীর্ঘস্থায়ী অসুখে কাতরানো একজন মানুষ। সে ব্যথায় কাতরাচ্ছে, আর আপনি সুস্থ শরীরে তার পাশে দাঁড়িয়ে আছেন। তখন যদি এই নববী দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সেই রোগ থেকে রক্ষা করবেন। আপনি শুধু নিজের জন্য নয়, বরং আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, যাতে তার অসীম দয়ার ছায়ায় নিরাপদ থাকতে পারেন। এই দোয়া আসলে আমাদের মনে করিয়ে দেয়,সুস্থতাও এক মহান নিয়ামত, যা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।
 
রোগের প্রতিষেধক শুধু ওষুধ নয়, বরং দোয়াও একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। নববী শিক্ষার আলোকে আমাদের প্রতিদিনকার জীবনে এই দোয়া কে অন্তর্ভুক্ত করা উচিত। যখনই কোনো অসুস্থ মানুষকে দেখবো, এই দোয়া পাঠ করবো। এতে আমরা যেমন রোগ থেকে রক্ষা পাবো, তেমনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করবো।

আমার বার্তা/এল/এমই