মহানবী (সা.) এর কাছে উপহার পাঠিয়েছিলেন ভারতের যেই রাজা

প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতবর্ষে ইসলামের আগমন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর যুগেই হয়েছিল। ইতিহাসের সূত্রমতে, এই অঞ্চলের সঙ্গে আরব ব্যবসায়ীদের সম্পর্ক মুহাম্মদ (সা.) এর জন্মের আগে থেকেই। মশলার জন্য ভারতবর্ষের খ্যাতি রয়েছে প্রাচীনকাল থেকেই।

ব্যবসার কাজে আরব বণিকরা ভারতে আগমন করতেন প্রাচীনকাল থেকে। সেই সুবাদে এই অঞ্চলের রাজা-বাদশাহদের সঙ্গে ছিল তাদের সুসম্পর্ক।

মহানবী (সা.) এর যুগে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের আহ্বান ছড়িয়ে পড়ে, তখন ভারতবর্ষের এক রাজা ইসলামের প্রতি প্রভাবিত হন এবং তিনি ইসলাম গ্রহণ করেন বলেও কথিত আছে। তাঁর নির্দেশেই ভারতে প্রথম মসজিদ নির্মাণ হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। তিনি মহানবী (সা.) কে উপহার পাঠিয়েছিলেন বলে হাদিসে বর্ণিত হয়েছে।

আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.)-এর কাছে ভারতবর্ষের রাজা আদাভর্তি একটি কলসি উপহার পাঠান। রাসুল (সা.) প্রত্যেককে এক টুকরা করে খেতে দেন। আমাকেও এক টুকরা দিয়েছিলেন। (মুসতাদরাকে হাকেম, হাদিস : ৭১৯০)

ইতিহাসের সূত্রমতে— ভারতের দক্ষিণ-পশ্চিমে, আরব সাগরের উপকূলে, বর্তমান কেরালা রাজ্যে এক হিন্দু রাজা ছিলেন, যাঁর নাম ছিল চেরামন পেরুমল।

কথিত আছে, মহানবী (সা.) এর হাতে চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা তিনিও সুদূর ভারতবর্ষ থেকে দেখতে পেয়েছিলেন। ঘটনাটি তাকে ভাবিয়ে তুলে। পরবর্তীতে মুসলিম আরব বণিকদের কাছে তিনি এই ঘটনা সম্পর্কে জানতে পারেন। এবং ইসলামের প্রতি আকৃষ্ট হন।

তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বণিকদলের সঙ্গে মক্কার উদ্দেশে যাত্রা করেন। কথিত আছে, সেখানে তিনি মহানবী (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ‘তাজউদ্দিন’ নাম গ্রহণ করেন। মক্কা থেকে ভারতে ফেরার আগেই যাত্রাপথে ওমানে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর আগে তিনি তাঁর আরব সঙ্গীদের ভারতে গিয়ে ইসলাম প্রচারের জন্য অনুরোধ করেন এবং তাঁদের হাতে তাঁর রাজ্যের সভাসদদের উদ্দেশে লেখা একটি চিঠি তুলে দেন। সেই চিঠিতে তিনি নিজ রাজ্যে একটি মসজিদ স্থাপনের ইচ্ছার কথা ব্যক্ত করেন।


আমার বার্তা/জেএইচ