কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল নয়টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে একটি ল্যান্ড ক্রুজার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন সবার বড়।

কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় সে রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমার বার্তা/এল/এমই