পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন নির্দেশনা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।
সোমবার (৮ ডিসেম্বর) দূতাবাসের আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে পোস্টাল ভোট নিয়ে নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাস জানায়, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে।
এই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর ২০২৫-এর গণশুনানি ৮ ডিসেম্বর (সোমবার) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।
এ ছাড়া গণশুনানিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কুয়েতে থেকে ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হয় এবং ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
আমার বার্তা/এল/এমই
