প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে ড. সালাউদ্দীনের বৈঠক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রবাসী স্বাস্থ্য সেবা নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। এই অ্যাপের মাধ্যমে বাংলাভাষী বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেবেন।
সম্প্রতি দেশটির রাজধানী আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে এই কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সালাউদ্দীন আলী।
বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে ড. সালাউদ্দীন আলী এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনা করেছে।
ড. সালাউদ্দীন আলী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী ইউএইতে কর্মরত আছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেসব প্রবাসী ডরমেটরিতে বসবাস করেন, তারা বিনামূল্যে এই টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে, যার মাধ্যমে সবাই একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। প্রবাসীরা অনলাইনে দেশের চিকিৎসকদের কাছ থেকে বাংলায় পরামর্শ নিতে পারবেন। দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। সময় নির্ধারণের বাধ্যবাধকতা না থাকায় যেকোনো সময় সেবা গ্রহণের সুযোগ।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কন্সুলেট দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানু, সাংবাদিক শিবলী আল সাদিক, মোদাচ্ছের শাহ, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান, আব্দুর রহিম মানিকসহ অন্যান্য কর্মকর্তারা।
আমার বার্তা/এমই
