মালদ্বীপে অভিবাসী: কর্মীদের ওপর নজরদারিতে ‘হামামাগু’ অভিযান

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালদ্বীপে অভিবাসী কর্মীদের ওপর নজরদারি বাড়াতে ‘হামামাগু’ নামে বিশেষ অভিযান শুরু হচ্ছে। বৈধ–অবৈধ অভিবাসী কর্মীরা আইন ও ভিসার নিয়ম মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করবে অভিবাসন বিভাগ।

১৭ নভেম্বর স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসান ও ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ এমএমসিপি প্রোগ্রাম উদ্বোধন করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে রাজধানী মালেতে শুরু হয়েছে অভিযান। যেখানে অভিবাসীদের বসবাস ও চলাফেরা বেশি—সেসব এলাকায় টহল জোরদার করা হবে। পূর্বের ‘ইমিগ্রেশন ওয়াচ’ অভিযানও চলবে সমান্তরালে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭০০ অভিবাসীর বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে এবং ৯ হাজারের বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জু বলেছেন, বায়োমেট্রিক তথ্য না দিলে কোনো অভিবাসীই মালদ্বীপে থাকতে পারবে না।

আমার বার্তা/এল/এমই