মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার পেকান সুবাংয়ের জালান কাম্পুং বারু এলাকা থেকে বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সাইফুলের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
 
নিহত সাইফুল ইসলাম (২৬) খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা ইউনিয়নের কলাপাতঘাট এলাকার গোলাম শেখের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, কর্মক্ষেত্রে প্রায়ই সাইফুলের সাথে তার ইউনিটের একজন তামিল বংশোদ্ভূত মালয়েশীয় সুপারভাইজারের বিবাদ হতো। এরই জের ধরে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ওই সুপারভাইজার সাইফুলকে বাইরে ডেকে নিয়ে যায় বলে তাদের দাবি।
 
পরের দিন সকালে সাইফুলের সহকর্মীরা সাইফুলের কর্মস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি স্থানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
 
পুলিশ এরইমধ্যে ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক সৃষ্টি হয়েছে।

আমার বার্তা/এল/এমই