সিঙ্গাপুর জাল নোট ব্যবহারের অভিযোগে ২ বাংলাদেশি গ্রেপ্তার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিঙ্গাপুরে ৫০ ডলারের জাল নোট ব্যবহার ও সংরক্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হবে।
সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) জানায়, গেল ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে গেলাংয়ের দুটি ভিন্ন স্থানে জাল ৫০ সিঙ্গাপুরি ডলার ব্যবহারের অভিযোগ পাওয়ার পর এই দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ৩৩ ও ৩৫ বছর।
পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গেলাংয়ের লোরং ২২-এর একটি রেস্তোরাঁয় খাবার কেনার জন্য একটি ৫০ ডলারের জাল নোট ব্যবহার করেন। এই ব্যক্তি, তার ৩৩ বছর বয়সী সঙ্গীর সঙ্গে মিলে, গেলাংয়ের লোরং ১৬-তে সেবা নেয়ার জন্য দুটি জাল ৫০ ডলারের নোট ব্যবহার করেন।
এই দুই ব্যক্তির বিরুদ্ধে জাল নোটকে আসল হিসেবে ব্যবহার করা এবং জাল নোট কাছে রাখার দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী, জাল মুদ্রা তৈরি বা ব্যবহার করলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। একইভাবে, যারা জাল মুদ্রা বা নোট আসল হিসেবে ব্যবহার করে, কিংবা জাল মুদ্রা তৈরির যন্ত্র বা সরঞ্জাম তৈরি ও দখলে রাখে, তাদের জন্যও একই ধরনের সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য।
আর যারা শুধু জাল মুদ্রা বা নোট কাছে রাখে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
এদিকে, এসপিএফ জনসাধারণকে মুদ্রা লেনদেনের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সিঙ্গাপুরের আসল নোটগুলোতে কিছু স্বতন্ত্র নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যেমন—জলছাপ, নিরাপত্তা সুতো এবং কাগজের নির্দিষ্ট গঠন।
পুলিশ আরও পরামর্শ দিয়েছে যে, যদি কেউ জাল নোট পাওয়ার সন্দেহ করেন, তাহলে যেন সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করেন। পাশাপাশি, সন্দেহভাজন ব্যক্তির চেহারা ও অন্যান্য বৈশিষ্ট্যগুলো নোট করে রাখা, যত কম সম্ভব সেই নোটটি স্পর্শ করা এবং একটি খাম বা কাগজের মধ্যে ঢুকিয়ে দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করা জরুরি।
আমার বার্তা/এল/এমই