মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালেতে ২১ বছর বয়সি এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হুলহুমালে’র দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দেশটির স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে।
 
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে গণমাধ্যমটিতে আরও বলা হয়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ।
 
পরে অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে গ্রেফতার দেখানো হয়।
 
এ ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।
 
আমার বার্তা/এল/এমই