মালয়েশিয়ায় নগদ অর্থ ও সিগারেট চোরাচালানকারী বাংলাদেশি আটক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ায় ফেডারেল রিজার্ভ ফোর্স (পিএসপি) এর অভিযানে চোরাচালান করা সিগারেট ও ৭ হাজার মালয়েশিয়ান রিংগিতের বেশি নগদ অর্থসহ এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক অভিযানে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে একটি টয়োটা ক্যামরি গাড়ি থেকে আটক করা হয়। তদন্তের স্বার্থে আটক বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
 
পিএসপি কমান্ডার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোসলি এমডি ইউসুফ জানান, অভিযানে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া সিগারেট উদ্ধার করা হয়, যা বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

আমার বার্তা/এল/এমই