কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনে আটক ৩৫ জন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কুয়েতে গত এক সপ্তাহে ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের অভিযানে ৩১ হাজার ৭১৮টি ট্রাফিক আইন লঙ্ঘন ধরা পড়েছে। আটক করা হয়েছে ৩৫ জনকে।

এর মধ্যে ৬৫ জন অপ্রাপ্তবয়স্ককে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে জুভেনাইল প্রসিকিউশনে পাঠানো হয়েছে। 
 
এছাড়া অভিযানে ৯টি গাড়ি এবং ৮৯টি ওয়ান্টেড যানবাহন জব্দ করা হয় বলে জানা যায়। গ্রেফতার করা হয় ৫১ জন পলাতক আসামিকে। ১৭১ জন মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিটধারী, ৪ জন অস্বাভাবিক অবস্থায় পাওয়া ব্যক্তি এবং ৪ জন হকারকেও আটক করা হয়।
 
বিভাগের পরিসংখ্যান জানায়, গত সপ্তাহে ১ হাজার ১৮৯টি ট্রাফিক দুর্ঘটনা রেকর্ড করা হয়। যাতে ১৫৮ জন আহত হয়েছেন। ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুই সপ্তাহ আগে আরও ৬৫ জন অপ্রাপ্তবয়স্ককে জুভেনাইল প্রসিকিউশনে পাঠানো হয়েছিল। 
 
অর্থাৎ গত ১৫ দিনে মোট ১৩০ জন নাবালককে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে মামলায় রেফার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ স্পষ্ট করেছে, এ অভিযানগুলো চালানো হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাবালকদের গাড়ি চালানো প্রতিরোধ এবং রাস্তা ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে।

আমার বার্তা/এল/এমই