ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অভাবনীয় সাফল্য
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পড়ালেখা করে ‘ও লেভেল’ পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইতালিতে বসবাসরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা। এতে নতুন প্রজন্মের জন্য উন্মোচিত হয়েছে উচ্চশিক্ষার দ্বার। উত্তীর্ণ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে বিশ্বের ১১৮টি বিশ্ববিদ্যালয়ে।
১৯৯০ সাল থেকে ইতালির রোমে বাংলাদেশিদের বসবাস শুরু। সে সময় থেকে দেশটিতে বড় হওয়া বাংলাদেশি শিশু-কিশোরদের ইতালীয় ছাড়া অন্য ভাষায় পড়াশোনা করার সুযোগ ছিল না। বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়ার ইচ্ছা ছিল দিবাস্বপ্ন। বাধ্য হয়েই ইতালীয় ভাষায় পড়াশোনা করতে হয়েছে বাংলাদেশি ছেলেমেয়েদের।
সময়ের ব্যবধানে রাজধানী রোমে বাংলাদেশি মালিকানায় গড়ে ওঠে ইংরেজি মাধ্যমের স্কুল। দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর (২০২৫ সালে) ‘ও লেভেল’ পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা।
আমার বার্তা/এল/এমই