বৈধভাবে গিয়েও ইতালিতে ‘অবৈধ অভিবাসী’ বাংলাদেশিরা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৩:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও অনেক বাংলাদেশি হয়ে যাচ্ছেন অবৈধ অভিবাসী। এছাড়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধভাবে জীবনযাপন করছেন দেশটিতে। তারা সবাই এখন তাকিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ঢাকা সফরের দিকে।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি ইতালি পাড়ি দেন বৈধ ও অবৈধ নানা উপায়ে। পর্যটন, হোটেল শ্রমিক ও কৃষির মতো সিজনাল ভিসায় এসে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধ হয়ে গেছেন। তাদের হাতে বৈধ কোনো স্টে পারমিট নেই।
কেউ কেউ কাজ পেয়েছেন, কিন্তু অনেকেই বেকার। চলতি মাসেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ঢাকায় সফরের কথা রয়েছে, যার অপেক্ষায় রয়েছেন এসব অভিবাসী।
জানা যায়, করোনা মহামারির সময় ইতালি সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লক্ষাধিক বাংলাদেশি এসে থমকে যান। জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে এসে বর্তমানে তারা অবৈধ অবস্থায় আছেন।
চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত, মাত্র সাত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১১ হাজার ৮৬৬ জন বাংলাদেশি।
এছাড়া রোমানিয়া, আলবেনিয়া ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকেও সড়কপথে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছেন অনেকে। ইতালি সরকার অবৈধদের বৈধ করার কোনো ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের অবৈধই থাকতে হচ্ছে।
এদিকে বৈধভাবে আসা বাংলাদেশিরা সরকারকে তাদের সমস্যা জানাতে ১৪ আগস্ট থেকে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। ওইদিন সাংবাদিক সম্মেলনে তারা এই কর্মসূচি ঘোষণা করবেন।
আমার বার্তা/এল/এমই