কানাডায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনাসভা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৩:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৩ আগস্ট রোববার কানাডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যানিটোবা শাখার উদ্যোগে স্থানীয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট-শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় সময় দুপুর ১২টায় একটি আলোচনাসভার আয়োজন করে।
জাতীয়তাবাদী দল ম্যানিটোবা শাখা, কানাডা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান এলাহীর সঞ্চালনায় এবং আহ্বায়ক ড. ইফতেখার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জুহাইর হাসান, এনামুল মোল্লা, সোয়েব রহমান, খালেদ চৌধুরী, হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ড. আমিনুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য জাহেদুল আলম হিটো।
এ ছাড়াও সভায় কানাডা পারলামেন্টের এমপি টেরি ডুগাইডের প্রতিনিধি আদিল হায়াত বাংলাদেশের মানুষের প্রতি এমপি টেরি ডুগাইডের সমর্থন এবং ভালোবাসা ব্যক্ত করেন এবং ২০২৪ সালে বাংলাদেশের মানুষের ত্যাগ এবং সংগ্রামের কথা স্মরণ করেন।
সভায় বক্তারা দূর প্রবাস কানাডাতে থেকেও বাংলাদেশের মানুষ এর প্রতি তাদের ভালবাসা এবং ২০২৪ সালে ছাত্রজনতার সংগ্রাম ও ত্যাগের কথা এবং ফ্যসিস্ট আওয়ামী লীগের অত্যাচার জুলুমের কথা স্মরণ করেন।
২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে থমকে যাওয়া গণতন্ত্রের যাত্রা আবারও চালু করা এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
আমার বার্তা/এল/এমই