বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাহরাইনের ঈসা টাউনে প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মানামা। শুক্রবার (১ আগস্ট) ঈসা টাউন এলাকার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে কনস্যুলার সেবা দেওয়ার পাশাপাশি বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক নিয়ম, শ্রমিক অধিকার, ভিসা সংশোধনের নিয়ম এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক সেমিনারও অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়া নিজে ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের নানা সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের সুরক্ষা ও সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।’
ক্যাম্পে বাংলাদেশ দূতাবাস ছাড়াও বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইমিগ্রেশন, পাসপোর্ট ও রেসিডেন্সি কর্তৃপক্ষের (এনপিআরএ) প্রতিনিধিরা অংশ নেন।
ক্যাম্পে ঈসা টাউন, তুবলী, জিদআলি, সালমাবাদসহ আশপাশের এলাকার শত শত প্রবাসী কনস্যুলার ও শ্রম কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন— পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, চিকিৎসা পরামর্শ ইত্যাদি গ্রহণ করেন।
কমিউনিটির অংশগ্রহণে মুখর এই আয়োজনের প্রশংসা করেন আগত প্রবাসীরা। দূতাবাস সূত্রে জানা গেছে, এ ধরনের প্রবাসীবান্ধব ক্যাম্প ভবিষ্যতেও বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আয়োজন করা হবে।
আমার বার্তা/এমই