পর্তুগালে দেয়ালচাপায় ২ বাংলাদেশি নিহত

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

পর্তুগালে দেয়ালচাপায় শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় দেয়াল চাপা পড়ে তাঁরা মারা যান।

শাহীন আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার নিতেশ্বর গ্রামের আরশদ মোল্লার ছেলে ও সুহেদ আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজান পাড়ার গ্রামের বাসিন্দা।

জানা যায়, পর্তুগালের বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় বাংলাদেশি শ্রমিক শাহিন ও সুহেদের ওপর দেয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্তুগালে কাজ করার সময় ওই দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁদের পরিবারে আর্তনাদ চলছে।

এবি/ জিয়া