সুইডেনে বাংলা নববর্ষ, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে উদযাপিত হয়েছে ‘বাংলা নববর্ষ এবং রবীন্দ্র ও নজরুল জয়ন্তী’।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) বাংলা নববর্ষ-১৪৩২, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী আনন্দঘন এই উৎসবের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ ও দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আগত অতিথিদের শুভেচ্ছা জানান। আগত অতিথিদের নিকট বাংলা নববর্ষ সূচনার ইতিহাস তুলে ধরা হয়। এ ছাড়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনী সম্পর্কেও আগত অতিথিদের অবগত করা হয়।
​উদযাপনের অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণে বাংলা বর্ষবরণ উৎসবের ঐতিহ্যবাহী নানা আয়োজন করা হয়। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, প্রতিকৃতি দিয়ে উৎসবে অংশগ্রহণ করেন সুইডেনের বিদেশি অতিথিবৃন্দ এবং বাংলাদেশিরা। 

এ ছাড়া, উৎসবের অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন সামগ্রী, পোশাক, হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ গান, কবিতা, নাচ, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করেন।


আমার বার্তা/জেএইচ