আটক জামায়াত ১০ নেতাকর্মীদের  বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:১৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ফাইল ফটো

রাজধানীর বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ আটক জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি (মামলা নং ১১) করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারকে উৎখাত ও পতনের লক্ষ্যে জনসাধারণ, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্যে ষড়যন্ত্র করছিলেন। বনানী ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। সেখান থেকে রাতে তাদের আটক করা হয়।

জামায়াতের বনানী থানা আমির-সেক্রেটারিসহ আটক ১০

বুধবার (৭ জুন) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৬ জুন) রাতে তারা আগামী ১০ জুন সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল। তাই তারা গোপনে সেখানে মিটিং করছিল। আমরা এসময় ১০ জনকে আটক করেছি।

বনানী থানার ডিউটি অফিসার জানান, দায়ের করা মামলায় আজ নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এবি/ওজি