ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: শফিকুর রহমান
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চারদলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি এবং দায়িত্বও এড়িয়ে যাননি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে ৯০ ভাগ চাঁদাবাজের হাত বাঁধা পড়বে। চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরাও মাঠে থাকবেন।
তিনি শেরপুরের ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, গায়ের জোরে নির্বাচন নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করবে যুবসমাজ।
বিগত সরকারের সময়ে প্রকৃতির ওপর অনিয়ম ও লুণ্ঠনের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ভরা মাঘ মাসে শীত নেই, বর্ষায় বৃষ্টি নেই। এর জন্য দায়ী দেশ পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। প্রকৃতিকে লুণ্ঠন ও নিপীড়নের কারণে আবহাওয়ার পরিবর্তনের দাম আমরা ধুঁকে ধুঁকে পরিশোধ করব।
তিনি আরও বলেন, আমরা যে দেশে বসবাস করি, ১৯৪৭ সালে পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে পেয়েছিলেন। সেই সীমা নির্দেশ অনুযায়ী একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে।
আমার বার্তা/এমই
