রাষ্ট্রগঠনের সুযোগ পেলে আইটি পার্কগুলো সচল করবে বিএনপি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রগঠনের সুযোগ পেলে আইটি পার্কগুলো সচল করবে। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি খাল-নদী খননসহ পদ্মা ব্যারেজের কাজে হাত দেবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, ধানের শীষ জয়ী হলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে। এছাড়া বরেন্দ্র জনপদে কৃষিশিল্প গড়ে তোলা হবে।
এর আগে দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।
ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
দলের প্রধানের আগমন উপলক্ষে সকাল থেকেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়ছে সমাবেশস্থলে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। নেতাকর্মীদের হাতে রঙিন ব্যানার-ফেস্টুন, স্লোগানের প্লে-কার্ড আর দলীয় পতাকা দেখা গেছে। মঞ্চ প্রস্তুতি ও শব্দব্যবস্থার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। এছাড়া, সমাবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
আমার বার্তা/এমই
