মজনুকে গ্রেফতার মানে আদালতের প্রতি অসম্মান

প্রকাশ : ২২ মে ২০২৩, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার বা হয়রানি না করতে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। সেটি অমান্য করে তাকে তুলে নিয়ে গিয়ে আদালতের প্রতি অসম্মান জানানো হয়েছে।

মজনুকে বাড়ি থেকে তুলে নেওয়ার প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়েই সরকার বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলেই তারা বেসামাল হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় চেতনায় সাজিয়ে ‘প্রাইভেট বাহিনীর’ মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বলেন, দুঃশাসনের নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই রফিকুল আলমকে রাতে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, সেটি আড়াল করতে সরকার আরও বেশি জুলুমের পথ বেছে নিয়েছে।

বিবৃতিতে মির্জা ফখরুল আটক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এবি/ওজি