মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি
প্রকাশ : ২২ মে ২০২৩, ১৫:৪১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ২৭ মে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ।
সোমবার মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতাদের বৈঠকে এই কর্মসূচি নেওয়া হয়।
কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সবাইকে অনুরোধ জানিয়েছেন।
এবি/ওজি