তরুণদের ভাবনায় দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গঠনমূলক পথে এগোনো জরুরি। সে লক্ষ্যেই বিএনপি তরুণদের ভাবনা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শুনতে চায়। তিনি জানান, বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।

পরিবেশ ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বিএনপির। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা ও দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের বার্তা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হয়, তাহলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে যে ধরনের দক্ষতার চাহিদা বাড়বে, তা বিবেচনায় নিয়ে কারিকুলাম উন্নয়ন করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, অবকাঠামোভিত্তিক হাসপাতাল নির্মাণের পরিবর্তে হেলথ কেয়ারার নিয়োগের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা ও সচেতনতা গড়ে তোলার ওপর বিএনপি জোর দিতে চায়।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগে আনার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। এতে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আমার বার্তা/এল/এমই