যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে: ফখরুল

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, তারেক রহমানের বিরুদ্ধেও কুৎসা রটনা করছে। এই দলটা কি ভোট পাবে, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

তিনি বলেন, আমাদের লড়াইয়ে জয় লাভ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনে গিয়ে যেতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে গণতান্ত্রিক সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পিছনের দিকে তাকাই না। আমরা মাথা নত করি না।

বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। যে আলিয়া মাদরাসা মাঠে একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন বেগম খালেদা জিয়া, সেই মাঠ থেকেই এবার ভাষণ দেবেন তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আমার বার্তা/জেএইচ