তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু সিলেটে
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট শহরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে তিনি সকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এটি আগামী নির্বাচনের প্রেক্ষিতে বিএনপির প্রথম জনসভা হিসেবে গুরুত্ব বহন করছে।
তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিমানযোগে সিলেট পৌঁছাচ্ছেন। তাকে বিমানবন্দর থেকে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করতে দেখা যাবে। যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর অবস্থানের পর প্রায় ২০ বছর পর তিনি ব্যক্তিগত এবং রাজনৈতিক সফরে সিলেট যাচ্ছেন। এই শহরকে তিনি পূর্বেও নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন, যা মূলত তার শ্বশুরবাড়ি হওয়ায় আরও অর্থবহ হয়ে ওঠে।
পূর্বের সফরের স্মৃতিও এখনও নতুন। গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরার পথে তারেক রহমানকে বহনকারী বিমান প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। নিরাপত্তার কারণে তিনি তখন বিমান থেকে নামেননি এবং ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
সফরকে কেন্দ্র করে সিলেটে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জনসভা সফল করতে প্রতিদিন মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহরজুড়ে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে শহর সাজানো হয়েছে। আলিয়া মাদ্রাসা ময়দানের মঞ্চ নির্মাণের কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এই সফর এবং জনসভা বিএনপি শিবিরের জন্য একটি বড় রাজনৈতিক ইভেন্ট হিসেবে গণ্য করা হচ্ছে, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দলের প্রস্তুতি ও ঐক্যের প্রতিফলন ঘটাবে।
