সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দলের দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

এর আগে সোমবার গভীর রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন সময় পার করছেন এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছিল।

গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় সাবেক এই প্রধানমন্ত্রীকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে তিনি একাধিক জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক সমস্যার মধ্যে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং বিভিন্ন সংক্রমণজনিত অসুস্থতা উল্লেখযোগ্য।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনী জেলার পরশুরাম উপজেলার শ্রীপুর গ্রামে এবং মাতৃকূলের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ীতে। পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

জন্মের সময় তার নাম রাখা হয় খালেদা খানম। পরিবারের কাছে তিনি ‘পুতুল’ নামেই বেশি পরিচিত ছিলেন। শিক্ষাজীবনে তিনি সেন্ট যোসেফ কনভেন্টে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে দিনাজপুর সরকারি স্কুল থেকে মাধ্যমিক এবং দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা অর্জন করেন।

ব্যক্তিজীবনে তিনি পরিচ্ছন্নতা ও পরিপাটির প্রতি বিশেষ মনোযোগী ছিলেন। ফুল ভালোবাসতেন এবং নিজের চারপাশ সাজিয়ে রাখতে পছন্দ করতেন। এই রুচিশীলতা ও শৃঙ্খলার ছাপ তার পরবর্তী জীবনেও দৃশ্যমান ছিল।

তার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।