প্রবাসীদের পাসপোর্টকে পরিচয় হিসেবে গ্রহণের অনুরোধ বিএনপির
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় পরিচয়পত্রের পাশপাশি পাসপোর্টকেও পরিচয় হিসেবে গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অনুরোধ জানানো হয়েছে। সিইসিও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি জানান, তাদের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে মূলত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি (যেমন সৌদি আরব বা ইউএই) এবং যেখানে যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থার কারণে নিবন্ধিত হওয়া কঠিন, সেসব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিক শিডিউলের পর যারা বাদ পড়বেন, তাদের নিবন্ধনের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ থাকবে।
নজরুল ইসলাম খান বলেন, বেশিরভাগ প্রবাসীর এনআইডি না থাকায়, এনআইডির পাশাপাশি তাদের বাংলাদেশি পাসপোর্টকে পরিচিতি হিসেবে গ্রহণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। জাল পাসপোর্ট বা রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে পাওয়া পাসপোর্ট ঠেকাতে, বিএনপি প্রস্তাব করেছে যে, পাসপোর্টের মাধ্যমে আবেদনকারীদের তথ্য ছবি তুলে ভেরিফিকেশন করা যেতে পারে। ইসি এই প্রস্তাব বিবেচনায় নেবেন বলে সম্মত হয়েছে এবং সময় কম থাকলেও চেষ্টা করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিএনপির কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা কামনা করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ পাওয়া বিজয়ের অংশকে পূর্ণতা দিতে, বিএনপি অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করবে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলবে বলে জানিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, দূতাবাসের সক্ষমতা কম এবং হয়তো আরও বেশি কিছু করা সম্ভব ছিল। তবে গত ১৯ তারিখ থেকে নিবন্ধন শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় ৩২ হাজার প্রবাসী নিবন্ধিত হয়েছেন, যা এক ধরনের অগ্রগতি। বিএনপিও তাদের দলের সমর্থক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের মাধ্যমে প্রবাসীদের উৎসাহিত করছে।
পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলির বিষয়ে নজরুল ইসলাম খান এটিকে একটি রাজনৈতিক দলের দাবি বলে উল্লেখ করেন। ব্যক্তিগত বিবেচনায়, তিনি মনে করেন লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না, কারণ সবার বিশেষ বিশেষ যোগ্যতা থাকে এবং লটারির মাধ্যমে দায়িত্ব দিলে তা ভালো ফল নাও দিতে পারে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।
আমার বার্তা/এমই
