দেশের মঙ্গলের জন্য বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই।
রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশে জনবল থাকা সত্ত্বেও বিভিন্ন বন্দর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদেশি এনে নিয়োগ দেওয়া অযোগ্যতার স্পষ্ট নিদর্শন। বাংলাদেশের মানুষ যেমন সৎ, তেমনি যোগ্য। আমাদের মানুষ বিদেশেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সেখানে নিজের বন্দর নিজেরা চালাতে পারব না—এটা কোনোভাবেই মানা যায় না।
তিনি বলেন, আমরা চাই, একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। বন্দর কাউকে দেওয়া হবে না, আমরা নিজেরাই পরিচালনা করব। যদি আমরা চাই, বাংলাদেশের মানুষ নিজেরাই সবকিছু চালাতে পারে। প্রয়োজন শুধু তাদেরকে দক্ষ করে গড়ে তোলা।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, আপনি অল্প সময়ের জন্য এসেছেন। তাই কোনো সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েন না। বাংলাদেশের মানুষ অন্যায়কে কখনো ক্ষমা করে না।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিলম্বের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দিলে আরও জন অসন্তোষ বাড়বে। ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।
আমার বার্তা/এমই
