একাত্তর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু মানুষ: মির্জা ফখরুল

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৩:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছুসংখ্যক মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, একাত্তরের যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হতে পেরেছিলাম বলেই নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করতে পারছি।’ 

রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

মির্জা ফখরুল বলেন, ‘কিছু দল ও লোক বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। হঠাৎ করে তারা পিআর পদ্ধতি (ভোটের সংখ্যানুপাতিক হারে আসন বণ্টন) নিয়ে এসেছেন। এই পদ্ধতি সম্পর্কে এই হাউজের (সভায়) মধ্যে কয়জন আছেন, বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন, আছেন নাকি? উপস্থিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জবাব দেন না না, বুঝি না। যে পদ্ধতির বিষয়ে জনগণ বোঝে না, সেই পদ্ধতি নিয়ে তারা আন্দোলন করছে। এর কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করা।’ 

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে; আমরা সরকারের এই কমিটমেন্ট দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।’ 

সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ আমরা সব সময় সংস্কারের পক্ষে ছিলাম, যদিও আমাদের বিরুদ্ধে এখনো প্রচারণা চালানো হচ্ছে, আমরা নাকি সংস্কারের বিরুদ্ধে। পরিষ্কার বলে দিতে চাই, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছে বিএনপি, মিডিয়ার স্বাধীনতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের হয়েছে। জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে জাগিয়ে তুলেছিলেন, তেমনি কর্মযজ্ঞে হাতে নিয়ে ঝাপিয়ে পড়ার প্রস্তুতি শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা গত ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই।’ 

প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে-এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। ষড়যন্ত্র -চক্রান্তকে পরাজিত করার শক্তি এ দেশের মানুষের আছে। নেতা-কর্মীদের ইউটিউব ও ফেসবুকের তথ্যের সত্য - মিথ্যা যাচাই-বাছাই করে গ্রহণ করা পরামর্শ দেন বিএনপির এই শীর্ষ নেতা।’  

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্যে রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমা ও গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা প্রমুখ। 


আমার বার্তা/জেএইচ