জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠার ও মানবতার সেবার রাজনীতি করে বলে জানিয়েছেন বাংলাদেশ দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর। তিনি বলেছেন, অতীতে জামায়াতে ইসলামী কোনো সমাজসেবামূলক কাজ করলেও রাষ্ট্র বিরোধী কাজের তকমা দিয়ে জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। কিন্তু জনগণ সাক্ষী, জামায়াতে ইসলামী সমাজসেবা বন্ধ করেনি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ফি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সবুর বলেন, প্রকাশ্যে সমাজসেবা করার সুযোগ না পেলেও গোপনে বিভিন্ন সামাজিক সংগঠনের নামে জামায়াতে ইসলামী মানবতার সেবা অব্যাহত রেখেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও মানুষের সেবা করবে, না গেলেও করবে। মানুষের কল্যাণে মানুষ কাজ করবে এই নীতিতে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে স্বাধীনতার ৫৪ বছরেও জাতি বৈষম্যমুক্ত হতে পারেনি। প্রতিটি স্তরে স্তরে বৈষম্যের শিকার হয়েছে।
তিনি বলেন, সমাজের সব মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া জন্মগত অধিকার, মৌলিক অধিকার। কিন্তু দেখা যায়, একশ্রেণির মানুষ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়, আরেক শ্রেণির মানুষ সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায়, সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও ডাক্তার পাওয়া যায় না। এই যে বৈষম্য, এটির একমাত্র কারণ মানুষের তৈরি মতবাদ। কারণ যেই মানুষ আইনি তৈরি করে তিনি ও তার দল সেই আইনের সুবিধাভোগী। সাধারণ মানুষ ওই আইনে শোষিত হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির বলেন, আল্লাহর আইনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই বৈষম্যের কোনো সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যেই যেই সুবিধা রাষ্ট্র থেকে ভোগ করবে একই সুবিধা নাগরিকেরাও ভোগ করবে। দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভেদ, বিভাজন কিংবা বৈষম্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নেই। সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ সুবিধা, মর্যাদা ও অধিকার লাভ করবে। তাই ইসলামী সমাজ বিনির্মাণে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান মিয়াজী, ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম।
আমার বার্তা/এল/এমই