এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে স্বপদে বহাল হলেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পুরনো পদে বহাল করা হয়েছে।

এরপর রাতেই মাহিন সরকার তার ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করে লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

এর আগে গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল।

আমার বার্তা/এল/এমই