ডেজা'র পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশনের (ডেজা) নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কোন জায়গায় কি অবস্থা হবে, নির্বাচন হবেই, পিআর বলেন আর অন্য সিস্টেম বলেন, এগুলো কিছুই হবে না। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন হবে। পুরো জাতি চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। স্বচ্ছ ব্যক্তি যাদের মধ্যে দুর্নীতির কোন স্পর্শ নাই এবং গত ১৭ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, ওই ধরনের লোককে দল বাছাই করে মনোনয়ন দিবে।

আমার বার্তা/এল/এমই