নির্বাচন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চলছে বলে অভিযোগ সিপিবির

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং দেশে বিরাজনীতিকীকরণের শক্তিকে সামনে আনতে নানা ধরনের অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

প্রিন্স বলেন, গণতন্ত্রের পথে অগ্রসর হতে অবিলম্বে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি। কিন্তু কোনো কোনো মহল ইচ্ছাকৃতভাবে এই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। সরকারের কিছু উপদেষ্টা এবং সরকারের সমর্থক হিসেবে পরিচিত কিছু রাজনৈতিক দলের কার্যকলাপও যথাসময়ে নির্বাচন সম্পন্ন হওয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নতজানু নীতির কারণে গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত ফ্যাসিস্ট বাহিনী ও প্রতিক্রিয়াশীল শক্তি এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

প্রিন্স হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ কাজে কালবিলম্ব হলে এবং এর ফলে কোনো সংকটের সৃষ্টি হলে, তার দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।

তিনি দেশের সকল গণতন্ত্রকামী ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আমার বার্তা/এল/এমই