মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাজধানীতে আমেরিকান দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
এ সময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. খালিদ হোসেন।
এ সময় আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গেও প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই